ক্যারল, লন্ডন ২০ অক্টোবর:
ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের উদ্যোগে রবিবার (২০ অক্টোবর ২০২৪) ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ১১তম মুসলিম চ্যারিটি রান। এ উপলক্ষে রোববার সকাল ৯.৩০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা সময় পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্ক বিভিন্ন বয়স ও পেশার মানুষের পদচারণায় মুখিরত হয়ে ওঠেছিলো। আবহাওয়া প্রতিকূললতা উপেক্ষা করেই এই চ্যারিটি রান অনুস্ঠিত হয়। প্রায় এক হাজার মানুষ ৫ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করেন। মাত্র ১৫ মিনিট ৪৯ সেকেন্ডে ৫ কিলোমিটার দৌড় সম্পন্ন করে ১৮ থেকে ৩০ বছর বয়স ক্যাটাগরিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন ইথিওপিয়ান বংশোদ্ভত বৃটিশ নাগরিক।

দৌড় শেষে ৬ ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেয়া হয়।
ইস্ট লন্ডন মসজিদের ফান্ডরাইজিং ম্যানেজার তজম্মুল আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই পর্বে আনুষ্ঠনিকভাবে পুরস্কার তুলে দেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটেস এর নির্বাহী মেয়র লুতফুর রহমান, ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ, সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা, ট্রেজারার সৈয়দ তুহেল আহমদ, আব্দুল মালিক প্রমুখ। আরো উপস্থিত ছিলেন মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের প্রেসিডেন্ট ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ, জয়েন্ট সেক্রেটারি মুসাদ্দেক আহমেদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, সেক্রেটারি তাইসির মাহমুদ, কাউন্সিল অফ মস্ক এর ট্রেজারার মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ইস্ট লন্ডন মসজিদের সাবেক ট্রেজারার সিরাজুল ইসলাম সহ বিবিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

এবারের চ্যারিটি রানে ইস্ট লন্ডন মসজিদ সহ প্রায় ৩৫টি মসজিদ ও চ্যারিটি সংস্থা অংশগ্রহণ করেছে।