Alhamdulillah, we successfully completed Fajr Knights competition 2024-25 at our British Estate Masjid. This is the fourth time we have organised this competition. Thank you to all Mile end youth and British Estate Masjid volunteers who worked last two weeks tirelessly. A special thanks to all parents who brought their kids last 2 weeks every day fajr salah and we believe that they will continue it. May Allah swt accept all of our hard work as good deeds.

Inshaa Allah, this year, Fajr Knights competition will play a significant role in helping our youth grow into practising and responsible Muslims.

 

আলহামদুলিল্লাহ, আমরা সফলভাবে আমাদের হ্যামলেটস ওয়ে মসজিদে ফজর নাইটস প্রতিযোগিতা ২০২৪-২৫ সম্পন্ন করেছি। এটি চতুর্থবারের মতো আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি।

মাইল এন্ডের সকল যুবক এবং ব্রিটিশ এস্টেট মসজিদের স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যারা গত দুই সপ্তাহ অক্লান্ত পরিশ্রম করেছেন।

বিশেষ ধন্যবাদ সকল অভিভাবকদের, যারা তাদের সন্তানদের গত দুই সপ্তাহ ধরে প্রতিদিন ফজরের নামাজে নিয়ে এসেছেন এবং আমরা বিশ্বাস করি যে তারা এই অভ্যাস চালিয়ে যাবেন।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের সকলের পরিশ্রমকে নেক আমল হিসেবে কবুল করুন।

ইনশাআল্লাহ, এই বছর ফজর নাইটস প্রতিযোগিতা আমাদের যুব সমাজকে আদর্শ ও দায়িত্বশীল মুসলিম হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।